Bankura

Dec 04 2023, 17:55

জঙ্গল মহলে বামেদের ইনসাফ যাত্রা

বাঁকুড়াঃ 'ডিওয়াইএফআই বিপ্লবের বার্তা বহন করে, মানুষের চেতনাকে বাড়ায়। এখানে মীনাক্ষী বলে কেউ নেই। আপনারা একটু আলাদা করে কোন একজন ব্যক্তি মানুষকে ভালোবাসতেই পারেন। আমাদের কাছে আমাদের নীতি, আমাদের আদর্শই সেই কথা। আমাদের কাজ মানুষের কাছে সঠিক কথাটা তুলে ধরা। আমরা মানুষের কাছে সঠিক কথাটা তুলে ধরেছি বলেই মানুষ পঞ্চায়েত ভোটে জানকবুল লড়াই দিয়েছে। বললেন ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায়। সোমবার ইনসাফ যাত্রার ৩১ তম দিনে রাইপুরে এক সাংবাদিক সম্মেলনে তিনি এই কথা বলেন।

মীনাক্ষী এদিন উপস্থিত সাংবাদিকদের বেশ কিছু প্রশ্নের খোলামেলা উত্তর দেন। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, মানুষের বেঁচে থাকার লড়াইয়ের বার্তা ছড়িয়ে দিতেই আমরা ইনসাফ যাত্রায় পথ হাঁটছি। মানুষের যন্ত্রণার কথা, সঙ্গে স্থানীয় বিষয় গুলি যখন আমরা এই যাত্রায় তুলে ধরছি তখন মানুষ জীবনের যন্ত্রণায় বন্ধু চিনে আমাদের সঙ্গে পথ হাঁটছেন। এখানেই আমাদের সফলতা।

এদিন আবারও আলাদা করে সংবাদমাধ্যমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে ভোলেননি বাম যুবনেত্রী মীনাক্ষী। তিনি বলেন, আপনারাও শ্রমিক। অজস্র খবরের মাঝে আপনারা আমাদের ইনসাফ যাত্রাকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন ধন্যবাদ আপনাদেরও।

Bankura

Dec 04 2023, 11:26

প্রতিবেশীর হাতে খুন বাবা ছেলে

বাঁকুড়াঃ বাস্তু জমি সংক্রান্ত বিবাদের জেরে প্রতিবেশীর হাতে খুন হলেন এক অবসরপ্রাপ্ত শিক্ষক ও তাঁর ছেলে। মৃতদের নাম যথাক্রমে মথুর মোহন দত্ত ও শ্রীধর দত্ত। বাঁকুড়া শহরের নতুনচটির ঘটনা।

সূত্রের খবর, শহরের নতুনচটি এলাকার বাসিন্দা মথুর মোহন দত্তের সঙ্গে প্রতিবেশী পিন্টু রুইদাসের বিবাদ দীর্ঘদিনের। রবিবার রাতে এই বিবাদ চরমে ওঠে। বিবাদের মাঝেই মথুর মোহন দত্তের ছেলে শ্রীধর দত্তকে প্রতিবেশী পিন্টু রুইদাস ও তার পরিবারের লোকেরা ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করলে ছেলেকে বাঁচাতে ছুটে আসেন মথুর বাবু ও তাঁর স্ত্রী। তাঁদের উপরেও আক্রমণ করে পিন্টু রুইদাসরা বলে অভিযোগ। পরে পুলিশ আহত তিন জনকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। সেখানেই মৃত্যু হয় বাবা মথুর মোহন দত্ত ও ছেলে শ্রীধর দত্তের।

এই ঘটনার পর অভিযুক্ত পলাতক। পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্তের পাশাপাশি মৃতদেহ গুলি ময়নাতদন্তের ব্যবস্থা করেছে বলে জানা গেছে।

Bankura

Dec 02 2023, 16:21

*রাজ্যের মন্ত্রীরা দূর্ণীতিতে যুক্ত, দাবি মিনাক্ষীর*


বাঁকুড়াঃ এতো দিন পাড়ার বখাটে ছেলেরা চুরি করতো, দূর্ণীতির সঙ্গে যুক্ত থাকতো। আর এখন তো খোদ মন্ত্রীরা যুক্ত। এই জং কোথায় কোথায় লেগেছে বোঝা যাচ্ছেনা। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে রাজ্যে একাধিক দূর্ণীতির ঘটনায় যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানালেন বাম যুব নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায়। রাজ্য জুড়ে ডিওয়াইএফআই-র 'ইনসাফ যাত্রা'র ৩০ তম দিনে শনিবার বাঁকুড়ায় এসে পৌঁছেছে। শহরের পাঁচবাগা মোড়ে পদযাত্রা শুরুর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা বলেন।

  মিনাক্ষী এদিন আরো বলেন, রাজ্যে অপদার্থ সরকার চলছে, এসরকার আর দায়িত্ব নিতে পারবেনা। তাই ইনসাফ যাত্রা চলছে। সারা পৃথিবীতে যা হয়ে এসেছে এরাজ্যেও তাই হবে। ছাত্র যুবরাই পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ ঠিক করবে।

 একই সঙ্গে এরাজ্যে এযাবৎ প্রকাশ্যে আসা সব দূর্ণীতির 'স্পনসর্ড' মুখ্যমন্ত্রী দাবি করে মিনাক্ষী মুখোপাধ্যায় বলেন, আগামী লোকসভা নির্বাচনে ফলাফল কি হবে ইনসাফ যাত্রা নিয়ে মানুষের উন্মাদনাই সে কথা আগাম বলে দিচ্ছে।

  এদিন শহরের পাঁচবাগা মোড় থেকে 'যৌবনের ডাকে জনগণের অধিকার বুঝে নিতে ইনসাফ যাত্রা' লেখা বিশাল ফেস্টুন হাতে মিছিল শুরু হয়। নেতৃত্বে ছিলেন বাম যুব নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায়। মিছিল যতো সামনের দিকে এগিয়েছে মিছিলে যোগদানকারীদের সংখ্যা ঠিক ততোটাই বেড়েছে বলে ডিওয়াইএফআই সূত্রে দাবি করা হয়েছে।

Bankura

Dec 02 2023, 08:52

বেপরোয়া গাড়ির ধাক্কায় আহত দুই মহিলা

বাঁকুড়াঃ রাতে খাওয়া দাওয়া শেষে গ্রামের রাস্তার পাশে বাসনপত্র ধোওয়ার সময় বেপরোয়া গাড়ির ধাক্কায় আহত দুই। শুক্রবার রাতে বাঁকুড়া সদর থানা এলাকার কেঞ্জাকুড়া কাইতি পাড়ার ঘটনা।

স্থানীয় সূত্রে খবর, অন্যান্য দিনের মতো ওই দিন রাতে কেঞ্জাকুড়ার কাইতি পাড়ার রাস্তার পাশে বসে বাসনপত্র ধুচ্ছিলেন পুতুল লোহার ও বিউটি লোহার নামে দুই মহিলা। সেই সময় ওই রাস্তা দিয়ে দ্রুত গতিতে যাওয়া একটি চার চাকার ছোটো গাড়ি তাদের একজনকে ধাক্কা মারে ও একজনকে বেশ কিছু দূর টেনে হিঁচড়ে নিয়ে যায়।

যদিও কিছু দূর গিয়েই গ্রামের রাস্তার উপর গাড়ি ফেলে চম্পট দেয় চালক সহ আরোহী। পরে আহত অবস্থায় পুতুল লোহার ও বিউটি লোহারকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিউটি লোহারকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও পুতুল লোহারের আঘাত গুরুতর হওয়ায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।

প্রতিবেশী মনিমালা লোহার ঘটনার বিবরণ দিয়ে বলেন, ওই গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন। আর তার জেরেই দূর্ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন।

Bankura

Dec 01 2023, 15:54

'দলছুট' দাঁতালের আক্রমণে আহত এক

বাঁকুড়াঃ জঙ্গল লাগোয়া জমিতে ধান বাঁধার কাজ করতে গিয়ে 'দলছুট' দাঁতালের আক্রমণে গুরুতর আহত অনুপ ঘোষ নামে এক ব্যক্তি। শুক্রবার বেলিয়াতোড় রেঞ্জ এলাকার নিত্যানন্দপুর এলাকার ঘটনা।

স্থানীয় সূত্রে খবর, বেশ কিছু দিন ধরে বেলিয়াতোড় রেঞ্জ এলাকার লাদুনিয়ার জঙ্গলে একটি 'দলছুট' দাঁতাল ঘাঁটি গেড়ে রয়েছে। এদিন নিত্যানন্দপুর গ্রামের বাসিন্দা, পেশায় কৃষক জঙ্গল লাগোয়া জমিতে ধান বাঁধার কাজ করছিলেন। সেই সময় পিছন দিক থেকে ওই দলছুট দাঁতাল তাকে আক্রমণ করে। আক্রমণের মুখে পড়েও তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলেও তাকে তাড়া করতে শুরু করে দাঁতালটি।

এই অবস্থায় তিনি পড়ে গেলে হাতিটি তাকে পা দিয়ে থেৎলে দেয়। পরে খবর পেয়ে স্থানীয় বনকর্মীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বেলিয়াতোড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তাকে বাঁকুড়ার একটি বেসরকারী হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন বলে সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে।

Bankura

Dec 01 2023, 12:53

বিশ্ব এডস্ দিবসে জনসচেতনতামূলক প্রচার স্বাস্থ্য দপ্তরের

বাঁকুড়াঃ বিশ্ব এডস দিবসে এডস নিয়ে জনসচেতনতা তৈরীতে বিশেষ উদ্যোগ নিল স্বাস্থ্য দপ্তর। শুক্রবার বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নার্সিং ট্রেনিং স্কুল ও অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন গুলিকে নিয়ে ট্যাবলো সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বাঁকুড়া শহর পরিক্রমা করে। এদি ট্যাবলোর উদ্বোধন করেন বাঁকুড়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ শ্যামল সরেন।

স্বাস্থ্য দপ্তর সূত্রে বাঁকুড়া স্বাস্থ্য জেলায় এই মুহূর্তে এডস আক্রান্ত রোগীর সংখ্যা ১৪৩ জন। য২০২১ তে এই সংখ্যা ছিল ১৫০, ২০২২ তে তা কমে হয় ১৪৫ জন। সাম্প্রতিক সময়ে এই সংখ্যা আরও কমিয়ে আনার কাজ অব্যাহত রয়েছে।

স্বাস্থ্য দপ্তরের এডস বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ডাঃ তন্ময় কুমার ঘোষ বলেন, এডস বিষয়ে জনসচেতনতা তৈরীতে এক পক্ষ কাল থেকে জেলার ব্লক পর্যায়ে বিভিন্ন ধরণের কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি জানান খাতড়া মহকুমা হাসপাতাল, তালডাংরা, সিমলাপাল, রাইপুর ও অমরকানন হাসপাতালে সরকারী উদ্যোগে এডস সনাক্তরণ করা হয়। এডস নিয়ে জনসচেতনতা বাড়ছে। আর স্বাস্থ্য দপ্তর এই কাজ ধারাবাহিকভাবে করে যাচ্ছে বলে তিনি জানান।

Bankura

Nov 29 2023, 16:32

প্রতারণার অভিযোগে ধৃত ১০

বাঁকুড়াঃ কেন্দ্রীয় সরকারের ই-শ্রম কার্ড তৈরি করে দেওয়ার নামে শ্রমিকদের কাছ থেকে বিভিন্ন নথি ও বায়োমেট্রিক সংগ্রহ করে প্রতারণার অভিযোগে দশ জন গ্রেফতার। ছাতনা থানার ঝাঁটিপাহাড়ি এলাকার ঘটনা।

স্থানীয় সূত্রে খবর, দুই ২৪ পরগণা জেলার বাসিন্দা ওই ব্যক্তিরা ই-শ্রমের কার্ড তৈরী করে দেওয়ার নামে প্রতারণার চেষ্টা করছিল, বিষয়টি ছাতনা থানায় জানালে পুলিশ অভিযুক্তদের আটক করে নিয়ে যায়। পরে গ্রেফতার করে। ধৃতদের বিরুদ্ধে আইপিসি ৪২০/৪০৬/৪১৭/১২০ বি ও ৩৪ আইপিসি ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বুধবার ধৃত ১০ জনকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হলে তাদের ৩ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। আগামী ২ ডিসেম্বর অভিযুক্তদের ফের আদালতে তোলা হবে।

আসামী পক্ষের আইনজীবি রঞ্জিত কুমার বিশ্বাসের দাবি, তাঁর মক্কেলরা সম্পূর্ণ নির্দোষ, মূলতঃ শ্রমিক হিসেবেই তারা এখানে এসেছেন। তাদের ফাঁসানো হয়েছে বলেই তিনি দাবি করেন।

Bankura

Nov 28 2023, 14:23

বিজেপির ডাকা খাতড়া বনধে আংশিক সাড়া মিললো

বাঁকুড়াঃ দলের এক কর্মীর দোকানে ভাঙ্গচুর, তাঁকে ও তার কর্মচারীকে মারধোরের অভিযোগ তুলে বিজেপির ডাকা বনধে আংশিক সাড়া মিললো মহকুমা শহর খাতড়ায়। মঙ্গলবার সকালে শহরের অধিকাংশ দোকান বন্ধ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একের পর এক দোকান খুলতে থাকে।

প্রসঙ্গত, গত রবিবার সন্ধ্যায় খাতড়া গুরুসদয় মঞ্চে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। সেখানেই উপস্থিত ছিলেন বিজেপি কর্মী তথা ব্যবসায়ী স্বরুপ মণ্ডল। দোকান কর্মচারীর ফোন পেয়ে গুরুসদয় মঞ্চের অনুষ্ঠান ছেড়ে স্বরুপ মণ্ডল বাইরে বেরিয়ে এলে তাকে ও দোকান কর্মচারী মহিতোষ ঘোষকে তৃণমূল আশ্রিত দূস্কৃতিরা মারধোর করে বলে অভিযোগ। এমনকি তার দোকানেও ভাঙ্গচুর করা হয় বলে অভিযোগ। বিষয়টি থানায় লিখিতভাবে জানানোর পাশাপাশি বিজেপির তরফে মঙ্গলবার খাতড়া শহরে ১২ ঘন্টার বনধের ডাক দেওয়া হয়।

এদিন সকাল থেকে শহরের সিনেমা রোডের অধিকাংশ দোকান বন্ধ। ব্যবসায়ী গোবিন্দ করমোদক বলেন, সকালের দিকে দোকান বন্ধ রেখেছিলাম, পরে তৃণমূলের লোকজনের আশ্বাসে দোকান খুলেছি।

খাতড়া ব্লক তৃণমূল সভাপতি সুব্রত মহাপাত্রের দাবি অভিযুক্তরা তাঁর দলের কর্মী বলে জানা নেই। আইন আইনের পথেই চলবে বলে তিনি জানান।

Bankura

Nov 26 2023, 16:50

লোকসভা ভোটে বাঁকুড়ায় তৃণমূলই জিতবে: সায়ন্তিকা

বাঁকুড়াঃ 'প্রার্থী যেই হোকনা কেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রে তৃণমূলই জিতবে', ভবিষ্যদ্বানী দলের রাজ্য সাধারণ সম্পাদিকা, চিত্রাভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের। রবিবার সিমলাপাল ব্লক তৃণমূল কার্যালয়ে এক একান্ত সাক্ষাৎকারে তিনি আরো বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর উন্নয়ন এটাই যথেষ্ট, এর বাইরে কিছুই নয়।

বিগত লোকসভা নির্বাচনে বাঁকুড়ার দুই কেন্দ্রই শাসক দলের হাতছাড়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে সায়ন্তিকা বলেন, 'পাস্ট ইজ ডেড, যা ঘটে গেছে তা নিয়ে চর্চা করতে আমি পছন্দ করিনা। আগামীতে কি ঘটবে তা আমরা সকলেই বুঝতে পারছি। ২০২১ তে আমি বাঁকুড়াতে এসেছি, ২০২৩ এর শেষে এসে বুঝতে পারছি এখন আমাদের দল অনেক বেশী সংযত, অনেক বেশী শক্তিশালী, অনেক বেশী ঐক্যবদ্ধ। আর তাই এবার তাঁরা 'অন্য লেভেলের ফাইট দেবেন' বলে দাবি করেন।

প্রস্তাবিত ছাতনা-মুকুটমনিপুর রেলপথ নিয়ে সিপিআইএমের আন্দোলন প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ওনারা আওয়াজ তুলতেই ব্যস্ত। ৩৪ বছরে রাজ্য অনেকখানি পিছিয়ে গেছে। তার খেসারত এখনো বয়ে বেড়াতে হচ্ছে বলে তিনি দাবি করেন।

Bankura

Nov 25 2023, 18:53

রাজ্য সরকার ও পুলিশকে তীব্র ভাষায় আক্রমণ শুভেন্দু অধিকারির

বাঁকুড়াঃ রাজ্যের মুখ্যমন্ত্রীকে 'দু'কান কাটা' বলে আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার কোতুলপুর নেতাজী মোড়ে দলের এক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, 'উনি আমার কাছে ১ হাজার ৯৫৬ ভোটে হারার পরেও উনি মুখ্যমন্ত্রী হয়েছেন'!

এদিন শুভেন্দু অধিকারীর আক্রমণের কেন্দ্র বিন্দুতে ছিলেন পুলিশ আধিকারিকরা। বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারীর নাম করে তিনি বলেন, আমার সভা আটকানোর জন্য 'কয়লা ভাইপো তার পাপোশ এসপি বৈভব তিওয়ারীকে মাঠে নামিয়েছিলেন। দু'বার আটকানোর পর তৃতীয়বার কলকাতা হাইকোর্ট ওঁর কানটা মুলে দিয়েছে। এখন সে 'নির্লজ্জের মতো দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে'। এমনকি এদিন তিনি উপস্থিত কর্মীদের নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার দেন। বালি চুরির খবর দিলেই তিনি সেখানে পৌঁছে যাবেন বলে দাবি করেন।

এদিন শুভেন্দু অধিকারী ফের আরো একবার বলেন, 'শিক্ষা আগেই জেলে গেছে, খাদ্যও জেলে, এবার স্বাস্থ্য জেলে যাওয়ার সময়ের অপেক্ষা। এমনকি স্কুল পড়ুয়াদের মিড ডে মিলেও এরাজ্যে ব্যাপক দূর্ণীতি হয়েছে বলে তিনি দাবি করেন।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মমতা ব্যানার্জীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছি। ওনারা কিছু করবেননা। এবার তাই তিনি আদালতের স্মরণাপন্ন হবেন বলে জানান। একই সঙ্গে এসএসএসকে এমে সাধারণ মানুষের চিকিৎসা হয়না, চোর ডাকাতদের রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় খোঁয়াড় বানিয়েছেন বলে তিনি দাবি করেন।